চট্টগ্রাম রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২৬ মার্চ, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রাম ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত নুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়েছে বলে খবর পেয়েছি । এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

 

পূর্বকোণ/জিগার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট