চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

তাকওয়ার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব: অধ্যক্ষ নুরুল আমিন

বিজ্ঞপ্তি

২৫ মার্চ, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আল্লাহর ভয় এবং তাকওয়া মানুষের জীবনকে সৎ ও ন্যায়নিষ্ঠ করে তোলে।

 

তিনি বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় গভীরভাবে থাকে, তারা কখনো দুর্নীতি, অপরাধ, অশ্লীলতা, অন্যায় বা শোষণের সাথে জড়িত হতে পারেন না। তাকওয়া মানুষের অন্তরে আল্লাহর ভয় ও খোদাভিতির অনুভূতি তৈরি করে, যা তাকে সকল অপকর্ম থেকে দূরে রাখে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আরও বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যা কোরআনের বিধান অনুসারে পরিচালিত হবে। কোরআন ভিত্তিক আইন ও অনুশাসন দ্বারা পরিচালিত সমাজ আমাদের লক্ষ্য।

 

ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক এস এম মুস্তফা আমিন মানিক এবং শাহাদাত হোসেন রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা হাশেম উদ্দিন চৌধুরী।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. আবু তাহের, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, হারুয়ালছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা আবদুল হালিম, ভূজপুর থানা জামায়াতের সাবেক আমীর জিয়া উদ্দিন জিয়া, শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মু. আবদুর রহিম এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক ইউনিট সভাপতি মুহাম্মদ মনছুরুল হাছান জিয়া।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট