বোয়ালখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে অনুষ্ঠিত হয়েছে খেলাঘরের আলোর মিছিল।
মঙ্গলবার (২৫মার্চ) সন্ধ্যায় মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করেন খেলাঘরের সদস্যরা।
আলোর মিছিলে শিশু হত্যা, নির্যাতন বন্ধসহ, ‘গাজায় শিশু মরে জাতি সংঘ কি করে?’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে খেলাঘর উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কানাই দাশ, কৃষক সমিতি উপজেলার সভাপতি সেহাব উদ্দিন সাইফু, ক্ষেতমজুর সমিতি উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শিক্ষক নেতা আমির হোসেন, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, খেলাঘর সংগঠক যুথিকা দে, জান্নাতুল ফেরদৌস, রাজিয়া সুলতানা, প্রজ্ঞা বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞে মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ। ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত পরিকল্পিত গণহত্যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চে বাঙালির জাতীয়তাবাদী, স্বাধিকার আন্দোলনকে সশস্ত্র হামলার মাধ্যমে দমন করতে চেয়েছিল।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ