রাউজানে রাতের আধারে দুবাইপ্রবাসী সিআইপি ও আল-আইন রাউজান সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুবের বাড়িতে লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ নোয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে মুঠোফোনে জানান প্রবাসী মো. আইয়ুব।
তিনি বলেন, বাড়িতে কেউ থাকে না, পরিবারের সবাই শহরে থাকেন। জানতে পেরেছি, সোমবার রাত ১টার দিকে ঘরের পেছনের দরজার তালা ভেঙে ঢুকে ঘরের সব জিনিসপত্র ও মালামাল নিয়ে চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল ৪টি খাট, ২টি ফ্রিজ, নতুন কম্বল, ওয়াশিং মেশিন, ৮টি সিলিং ফ্যান, দামী ডিনার সেট, জুস মেশিন, পানির নল, মোটরসহ ইত্যাদি।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় কেউ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ