দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি মাওলানা নুরুল বশর আজিজী।
মঙ্গলবার (২৫ মার্চ) কক্সবাজার পাবলিক হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা নুরুল বশর আজিজী বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের মানুষ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানুষ তাদের সেই অধিকার ফিরে পায়নি। বিগত বছরগুলোতে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। যারা ক্ষমতায় গিয়েছে, তারাই মিথ্যা বুলি উড়িয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার মানুষের সকল অধিকার হরণ করেছে। গুম, খুন, লুটতরাজ, টেন্ডারবাজি, সন্ত্রাস ও অর্থ-পাচারসহ সব ধরনের অপরাধের মাধ্যমে দেশকে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র-জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও আলেম সমাজের সম্মিলিত সংগ্রাম অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছে।
তিনি বলেন, ২৪-এর জুলাইয়ের মুক্তির লড়াইয়ে জীবন দেওয়া দেড় সহস্রাধিক ছাত্র-জনতা ও আলেম-ওলামাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আজকের বাংলাদেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আন্দোলন চলছে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ বদিউল আলম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহসিন শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, নেজাম ইসলাম পার্টির জেলা আমির মাওলানা আব্দুল খালেক নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইউনুস, আমার বাংলাদেশ পার্টির জেলা যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক শাকের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন কক্সবাজার শাখার মিডিয়া সেলের সেলিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ইয়াসিন আরফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ