রাউজানে এক প্রবাসীকে চাঁদার জন্য অপহরণ করে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সোমবার ২৪ মার্চ অভিযোগ পেয়ে মামলা অর্ন্তভূক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আহত প্রবাসীর নাম মো. সালাউদ্দিন। তিনি উপজেলার বিনাজুরী ইউপির লেলাংগরা এলাকার মৃত নুর আহমদের ছেলে।
প্রবাসী সালাউদ্দিনের ভাই শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, গত ২২ মার্চ রাত ১০টার দিকে রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া হাসমত আলী চৌধুরী বাড়ি মসজিদের সামনে থেকে আমার ভাই সালাউদ্দিনকে স্থানীয় মাঝিপাড়ার তিনজন ব্যক্তি অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অপহরণকারীরা। চাঁদা না পেয়ে তাকে অপহরণ করে এবং ছুরিকাঘাত করে একটি বিলে ফেলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।’ প্রবাসীর ভাই মোহাম্মদ শাহাব উদ্দিন তার ভাইকে অপহরণ করার দাবি করে জড়িত তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
পূর্বকোণ/জাহেদুল আলম/পারভেজ