চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ঈদগাঁও জালালাবাদে পুকুরে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু

ঈদগাঁও সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৫ | ১০:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদে পুকুরে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নের বাহারছড়া ( ৬ নং ওয়ার্ড) গ্রামে সোমবার (২৪ মার্চ) বাদ এশা মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত তিন শিশু হল- একই গ্রামের মনজুর আলমের কন্যা মরিয়ম (১০), ইউছুফ নবীর কন্যা আসমাউল হোসনা রিয়া মনি ( ৮) এবং জাফর আলমের কন্যা তসলিমা আক্তার (৯)।

 

স্থানীয়রা জানান, নিহত শিশুরা ঘটনার দিন বাদ আছর শাক তোলার জন্য দল বেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামে। পুকুরে পানির গভীরতা বেশি হওয়ার তারা আর উঠতে পারেনি।

 

এদিকে শিশুরা দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিরাজ, রেজাউলসহ স্থানীয় আরো অনেকের সহায়তায় পুকুরে হাত জাল ফেলে।

 

রাত ৮ টার দিকে হাত জালে একে একে উঠে আসে মরিয়ম, তসলিমা এবং রিয়া মনির লাশ।

 

সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি এবং ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছিল।

 

পূর্বকোণ/তারেক/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট