চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কর্ণফুলীতে জিয়া মঞ্চের সদস্য সচিবসহ ২ ভাই গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

২৫ মার্চ, ২০২৫ | ১২:০৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও মাদক মামলায় জিয়া মঞ্চের সদস্য সচিবসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে।

 

রবিবার (২৩ মার্চ) রাতে কর্ণফুলী মইজ্জ্যারটেকের কাছে টোল প্লাজার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড নজির মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে মো. নজিবুল হক শাওন (৩০) ও নেছারুল হক সজিব (২৯)।

 

তাদের মধ্যে মো. নজিবুল হক শাওন কর্ণফুলী উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানা পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট