কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নে জায়গা ও লবণ মাঠ দখল-বেদখল নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে উভয়পক্ষের লোকজন। এতে ১০-১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (২৪ মার্চ) সকালে উজানটিয়া ইউনিয়নের রুপালিবাজার পাড়ায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয় শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি, অভিযান চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোন পক্ষ এখনো কোন অভিযোগ দাখিল করেনি।
পূর্বকোণ/এমরান/জেইউ