চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

এনামের ফাঁসির দাবিতে ফুঁসছে টেকনাফ, ভুক্তভোগীদের মানববন্ধন

কক্সবাজার সংবাদদাতা

২৪ মার্চ, ২০২৫ | ১:২৭ অপরাহ্ণ

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারগুলো।

রবিবার (২৩ মার্চ) টেকনাফ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এনামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা জানান, এনাম মাদক ব্যবসা, হত্যাচেষ্টা, হত্যা ও সহিংসতার মতো ৩৯টি মামলার আসামি। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার অর্ধশতাধিক পরিবার অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শনিবার (২২ মার্চ) নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এনামুল হক এনামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন হত্যা, অস্ত্র ও সহিংসতার মামলায় পলাতক ছিলেন।

মানববন্ধনে অংশ নেন বিএনপি নেতা ছিদ্দিক আহমদ (যার দুই হাত কেটে হত্যাচেষ্টা করা হয়েছিল), নিহত ফুটবলার জুবাইরের মা মাবিয়া খাতুন ও পরিবারের সদস্যসহ প্রায় দেড় শতাধিক মানুষ। তারা এনামের প্রধান সহযোগী আফসারসহ দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারগুলো আদালতের কাছে এনামের জামিন নামঞ্জুর করার আবেদন জানান। তারা বলেন, এনাম জামিনে মুক্তি পেলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। তারা দ্রুত বিচারের মাধ্যমে এনামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, এনামের গ্রেপ্তারের পর ভুক্তভোগী পরিবারগুলো নৌবাহিনী ও থানা পুলিশকে ধন্যবাদ জানান।

 

পূর্বকোণ/এরফান/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট