চট্টগ্রাম বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৭ মাদককারকারি আটক

উখিয়া সংবাদদাতা

২২ মার্চ, ২০২৫ | ১১:৩২ অপরাহ্ণ

কক্সবাজারে টেকনাফ সদরের সমুদ্র উপকূলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ ৭ মাদক কারকারিকে আটক করেছে র‌্যাব ও কোস্টগার্ড।

 

শনিবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

 

আটকরা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সকলেই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলারযোগে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালানসহ কতিপয় লোকজনের অবস্থানের খবর পায় র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা। পরে একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এতে সাগর উপকূলে নোঙর করা একটি ট্রলারে অবস্থানকারী লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়।

 

তিনি জানান, একপর্যায়ে ট্রলারটির ইঞ্জিন রুমের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। এ সময় ট্রলারে থাকা ৭ জনকে আটক করা হয়।

 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট