ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। এ সময় চারটি শ্যালো মেশিন বিকল ও সংযোগ পাইপ বিনষ্ট করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে মিরসরাই উপজেলার ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, শনিবার দিনব্যাপী অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফেনী নদীর অলিনগর ও লিচুতলা পয়েন্টে নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীর সংলগ্ন কৃষিজমি ভাঙনের কবলে পড়ছে। এই দুটি পয়েন্টে চারটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় এক কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এ ধরনের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়।
মিরসরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসে ফেনী নদীতে এটি তাদের চতুর্থ অভিযান। পূর্ববর্তী তিনটি অভিযানে পাঁচটি শ্যালো ড্রেজার বিকল, দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করার পাশাপাশি বালু উত্তোলনের কাজে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ফেনী নদীতে জেলা প্রশাসন থেকে ইজারাকৃত দুইটি বালুমহাল রয়েছে। এসব বালু মহালের বাইরে ইজারা না দেয়া স্থান থেকেও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মিরসরাই উপজেলা প্রশাসনের এইরূপ অভিযান চলমান থাকবে বলে জানা যায়।
পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ