চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কুতুবদিয়ায় পকেটমার ধরে মাথা ন্যাড়া করে শাস্তি

কুতুবদিয়া সংবাদদাতা

২২ মার্চ, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে এক যুবক। এই অভিযোগে যুবককে উত্তম মাধ্যম দিয়ে মাথা ন্যাড়া করে শাস্তি প্রদান করেছে বিক্ষুব্ধ জনতা।

 

আজ শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বৃহত্তর ধুরুং বাজারে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লিখা পর্যন্ত সঠিক পরিচয় না মিললেও তার বাড়ি আলী আকবর ডেইল বলে জানা গেছে।

 

ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য এম. হোছাইন বলেন, ওই যুবককে গেল কোরবানির ঈদের আগেও একবার পকেটমারের সময় হাতেনাতে আটক করা হয়েছিল।

 

ঠিক একই কায়দায় আজ শনিবার এক বৃদ্ধার পকেট থেকে টাকা নেওয়ার সময় ধুরুং বাজারের চৌ-রাস্তার মোড়ে জনতার হাতে ধরা পড়ে।

 

এদিকে ঘটনার পরপরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে প্রশাসনের হাতে সোপর্দ না করে ছেড়ে দেয়ায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা।

 

 

পূর্বকোণ/হাছান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট