চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২১ মার্চ, ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় মনখালী পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, এই যুবককে চার-পাঁচদিন আগে হত্যা করা হয়েছে৷

 

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ওই এলাকার জুমপাড়া বালুপাহাড়ের ঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মনখালী এলাকার আব্দুর রহমান জানান, জুমার নামাজের পরে জুমপাড়ার বালুপাহাড় এলাকায় গরু আনতে গিয়ে এলাকার কিছু শিশু একটি লাশ দেখতে পায়।

 

পরে এলাকাবাসী উখিয়া থানা পুলিশকে খবর দেন ৷ এটি ধারণা করা হচ্ছে কিছুদিন আগে ডাকাত আসছে বলে আতঙ্কিত হয়েছিল এই এলাকার মানুষ৷ তখন হয়ত অপরিচিত মানুষ দেখতে পেয়ে ডাকাত সন্দেহে তাকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নিশ্চিত নয়৷ তদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানান, মনখালী পাহাড়ি এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ৬-৭ দিন আগে হত্যা হতে পারে। তবে ধারণা করা হচ্ছে ওই যুবকের বয়স অনুমানিক ২৫ বছর। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মনখালীতে একটা অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

 

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট