চট্টগ্রাম রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ঈদের ছুটিতে গ্রামে গিয়ে পুকুরে ডুবে মরল শিশু

লোহাগাড়া সংবাদদাতা

২১ মার্চ, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় গিয়ে পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। এ সময় অপর ভাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২১ মার্চ) দুপুর ৩টায় পদুয়া সিকদার দীঘিতে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. আবেদ (১৩)। উদ্ধার ভাইয়ের নাম মুহাম্মদ (১৩)। তারা ওই এলাকার নুরুল আবছারের যমজ সন্তান। উভয়ই মাতা-পিতার সাতে শহরে বসবাস করে।

 

জানা যায়, আজ শুক্রবার সকালে দাদার সাথে গ্রামের বাড়িতে আসে। আসার পর জুমার নামাজ শেষে তারা কয়েকজন উল্লেখিত সিকদার দীঘিতে গোসল করতে নামে। এ সময় ২ জনই পানির নিচে তলিয়ে গেলে সহপাঠীরা মুহাম্মদকে জীবিত এবং এরপর আবেদের মরদেহ উদ্ধার করে।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল। তিনি জানান, নিহত আবেদ শহরের একটি মাদ্রাসায় লেখাপড়া করে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট