চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টায় বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া হাবিবের দোকানে এ আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনের তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন , শওকত আলী, মো. জাকারিয়া, মো. কালু, মো. এন্তু মিয়া ও মো. নেছার আহমদ।
স্থানীয়দের ধারণা, মিষ্টির দোকানের চুলা বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তে একই সারিতে থাকা ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদ উপলক্ষে নতুন দোকানে ৬ লাখ টাকার মালামাল আনা হয়। সেগুলো আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত বলেন, আগুন নেভাতে দ্রুত সময় সক্ষম না হলে বড় ধরনের ক্ষতি হতো ব্যবসায়ীদের।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান।
পূর্বকোণ/ইব/এএইচ