চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি ঘরে ফ্রিজের নিচের ট্রেতে কুণ্ডলী পাকিয়ে বসেছিল ঘরগিন্নি সাপ (ইংরেজি নাম Common Wolf Snake )। ফ্রিজে সবজি রাখতে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান সাপের উপস্থিতি। এ নিয়ে হইচই। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে উন্মুক্ত করেন স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পোপাদিয়া রমনী ভট্টাচার্যের বাড়িতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে উন্মুক্ত করা হয়েছে জানিয়ে অয়ন মল্লিক বলেন, ঘরের ফ্রিজের নিচে ট্রের ভেতরে ঘরগিন্নি সাপটি কুণ্ডলী পাকিয়ে ছিলো। ওই পরিবারে সুমন ভট্টাচার্য ফোনে বিষয়টি জানালে গিয়ে উদ্ধার করেছি। এটি নির্বিষ সাপ তাই এদের কামড়ে ক্ষতি হয় না। এ প্রজাতির সাপের প্রধান খাদ্য টিকটিকি। মজার বিষয় হলো সাপটি অনায়াসে দেয়াল বেয়ে উঠতে পারে।
পূর্বকোণ/পূজন/আরআর