চট্টগ্রাম শনিবার, ২২ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কুতুবদিয়া সংবাদদাতা

২০ মার্চ, ২০২৫ | ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা গুনেছে ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বড়ঘোপ বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে শুকনো খাদ্য সামগ্রী তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার মজুদসহ ওজন ও পরিমাপে গুরুতর কারচুপির দায়ে তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  তন্মধ্যে উত্তর বড়ঘোপ এলাকার ঢাকা ফুড বেকারিকে ১৫ হাজার, জ্বালানি তৈল দোকানি সেলিম অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার ও আবুল কাশেম স্টোরকে ১৫ হাজারসহ মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিকসহ নৌবাহিনী ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এসব জ্বালানি তেলের দোকানে ওজনে কম পরিমাপক গ্যালনসমূহ জনসম্মুখে অকেজো করা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/হাছান/পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট