চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানে ইয়াবা সেবনকালে আটক ৪, কারাদণ্ড প্রদান
ফাইল ছবি

বাঁশখালীতে গণধর্ষণ মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাঁশখালী সংবাদদাতা

২০ মার্চ, ২০২৫ | ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ এ রায় দেন ।

 

আসামিরা হলেন-কাজী শহীদুল ইসলাম, মো. জোবায়ের, মো.আজম ও মো. তৌহিদ। তাদের বাড়ি বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামে।

 

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ জুলাই রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী বাঁশখালীর কাথারিয়ার ইউনিয়নের হালিয়া পাড়া সীমান্তে ঝাউবাগানে বেড়াতে যায়। এসময় কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী মামলা করার জন্য থানায় গেলে মামলা নিতে গড়িমসি করে। এছাড়া ধর্ষকরা তাকে মেরে ফেলার হুমকি দিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ বিষয়ে আদালতে মামলার উদ্যোগ নেয়।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটির যুগ্ম আহবায়ক, জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসিরউদ্দিন পত্রিকায় সংবাদ দেখে মা ছৈয়দ নাসিমা আরাকে ডেকে এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করান। 

এডভোকেট নাসিরউদ্দিন বলেন, আদালত নারী নির্যাতন মামলাটি পিবিআই চট্টগ্রামকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজ ৪ জনের বিরুদ্ধেগ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট