চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাতি-অস্ত্র ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (১৯ মার্চ) নগরীর খুলশী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার সুধারাম থানার মাকিমপুর এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরের ছেলে মো. বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিম (৪৪) ও হাটহাজারী উপজেলার অলিপুর নুর মসজিদ এলাকার মৃত মাওলানা খালেদ হোসেনের ছেলে মো. মাসুদুল হক (৪৫)।
র্যাব জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর ফয়েজলেক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি মো. বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিমকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৩ বছর সে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
অপরদিকে রাত সাড়ে ১০টায় হাটহাজারীর অলিপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. মাসুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নোয়াখালীর সুধারাম ও হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
পূর্বকোণ/পিআর