বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ মার্চ স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়।
বুধবার (১৯ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটকরা হল, মো. করিম (১৯), মো রাসেল (২১), আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)। সবাই আলীকদম উপজেলার মংচা পাড়ার বাসিন্দা।
পারিবারিক তথ্য সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে আসার সময় ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল এই পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও ধারণ ও ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী আজকে (১৯ মার্চ) থানায় অভিযোগ করে।
এই বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ