চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে গোসলে নেমে নিখোঁজ, দু’দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৫ | ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে দু’দিন ধরে নিখোঁজ মো. শাকিল (১৩) নামের রাঙ্গুনিয়ার এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ডং খালের মুখের স্টিলব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়ার কোদালা অংশে বন্ধুর সাথে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় শাকিল। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আত্মীয় স্বজনরা নদীর বিভিন্ন অংশে খুঁজেও তার সন্ধান পায়নি।

স্থানীয় বদিউল আলম জানান, বন্ধুদের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় শাকিল। আজ ডং খালের মুখ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে রাইখালী সোলতানিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট