কক্সবাজারের পেকুয়ায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবন্ধীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মগনামার ফতেহআলী মাতবরপাডা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মকসুদ আহমদ (৪০) একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মকসুদ আলম এর আগে ৫০০ টাকা দিয়ে আরেক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিনবছর আগে তার স্ত্রী মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি ঝুঁপড়ি ঘর থেকে আজ সকালে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। উত্তেজিত লোকজন যখন ঘরটি ঘেরাও করে তখন ওইব্যক্তি নগ্ন ছিলেন এবং শিশুটিকে একটি শোকেসে ঢুকিয়ে রাখে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে একব্যক্তিকে থানা হেফাজতে রাখা রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ