পেকুয়ার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন শিউবি অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্ধশতাধিক ব্যাচের হাজারো সাবেক শিক্ষার্থী। এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. মহিউদ্দিনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মফিজুর রহমান।
সভায় অংশ নেন স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মোনাফ, মোজাম্মেল হক, বর্তমান প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন চৌধুরী, ইফতার আয়োজক কমিটির সদস্য সচিব লায়ন মো. সিরাজুল মোস্তফা, স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, এলামনাই’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, এলামনাই’র সাবেক সভাপতি নুরুল ইসলাম, স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আশরাফ আলী, পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর আবদুর রহিম, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তফা, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. মোস্তফা কামাল বলেন, আমাদের স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আজকের আয়োজনে এই সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাবে। শেষে অতিথিরা সংগঠনের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ