চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ভিটেমাটির শঙ্কায় কক্সবাজারে সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৫ | ১:১০ অপরাহ্ণ

কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার অর্ধশতাধিক পরিবার উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শত বছরের বসতি উচ্ছেদের শঙ্কায় বুধবার (১৮ মার্চ) তারা এই কর্মসূচি পালন করেন।

 

আন্দোলনকারীরা জানান, সাগরে মাছ আহরণ ও মাছের ব্যবসায় নিযুক্ত এই মানুষগুলোকে পুনর্বাসন না করেই জনবহুল এলাকাকে ‘খাস জমি’ দেখিয়ে কোস্ট গার্ডকে জমি বন্দোবস্ত দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বাপ-দাদার ভিটায় বসবাসের অনুমতি দিয়ে কোস্ট গার্ডকে অন্যত্র জমি বরাদ্দের দাবি জানান।

 

তারা বলেন, “আমরা আমাদের জমিতেই থাকতে চাই। কোস্ট গার্ডের জন্য একই এলাকায় বহু খাস জমি পড়ে আছে। তারা সেখানে যেতে পারে। তারপরও যদি জোরপূর্বক আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে, তবে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।”

 

নুনিয়ারছড়াবাসীর দাবি, শত বছরের বাড়ি-ভিটা উচ্ছেদ না করে কোস্ট গার্ডের নামে বন্দোবস্তিপূর্বক খতিয়ান সৃজন করা এক একর জমির ট্রেস ম্যাপটি সংশোধন অথবা কোস্ট গার্ডকে দেওয়া বন্দোবস্ত বাতিল করে একই স্থানের খালি জায়গা দিয়ে অর্ধশতাধিক বসতভিটার বাসিন্দাদের রক্ষা করা হোক।

 

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ স্থগিত করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট