চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ঋণগ্রহীতার ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এর জেরে জড়িতদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ি ও কর মিয়ারো বাড়িতে অবস্থিত জড়িতদের বসতঘরে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর জানাযা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিক (৩২) খুনের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল (৩৬), মো. নয়ন (৩২) এর বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
স্থানীয় আরেক সূত্র জানায়, নিহত মোহাম্মদ মানিক (৩২) ও মো. রাসেল (৩৬) উভয় মাদককারবারির সাথে জড়িত ছিল। এছাড়া আসামি রাসেল যুবলীগের একজন সক্রিয় কর্মী।
আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. রাসেল (৩৬),সহ অজ্ঞাত ২-৩ জন স্থানীয় যুবক মোহাম্মদ মানিককে (৩২) ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ