চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির বিভিন্ন শাখার তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
বিলুপ্ত করা কমিটিগুলো হল- মিরসরাই উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি এবং বারইয়ারহাট পৌরসভা আহবায়ক কমিটি। চট্টগ্রাম বিভাগের পুনঃগঠন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এমন দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মিরসরাই উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী পূর্বকোণকে বলেন, আমার সৌভাগ্যের বিষয় আমি ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, পরবর্তীতে উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্বে থাকা অবস্থায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। দল আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছিল। আমি জেলে থেকে জেলের বাইরে থেকে আন্দোলন সংগ্রামে নেতাকর্মী এবং দলের পাশে থাকার চেষ্টা করেছি। এখন দল যেটা ভালো মনে করেন, সাংগঠনিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
মিরসরাই উপজেলা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন পূর্বকোণকে বলেন, কমিটি কেন বিলুপ্ত ঘোষণা করা হল এ বিষয়ে আমাদের জানা নেই। আমরা ইতোমধ্যে চট্টগ্রাম জেলার মধ্যে মিরসরাই উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছি। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নেতা-কর্মীর কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার চেষ্টা করেছি। রমজানে পুরো উপজেলায় আড়ম্বরপূর্ণভাবে ইফতার কর্মসূচি হাতে নিয়েছি। হঠাৎ কেন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে জানা নেই। আমরা জেলা বিএনপির কাছে এখনও প্রশ্ন করিনি। তবে জানতে চেষ্টা করবো কমিটি কেন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বারইয়ারহাট পৌরসভা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সদস্য সচিব দিদারুল আলম মিয়াজী পূর্বকোণকে বলেন, দল যেটা ভালো মনে করেছে তাই সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে দুঃসময়ে দলের পাশে থেকেছি। পদে না থাকলেও আমি আজীবন বিএনপির সাথেই আছি, থাকবো।
মিরসরাই পৌরসভা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন পূর্বকোণকে বলেন, দল পুনঃগঠনের লক্ষ্যে কমিটি ভেঙে দিয়েছে। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে দল এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুতি হইনি আগামীতেও হব না। দলের সাথেই আমরা আছি।
মিরসরাই পৌরসভা বিএনপির বিলুপ্ত হওয়া কমিটির সদস্য সচিব জাহিদ হোসাইন পূর্বকোণকে বলেন, হয়তো দলের কর্মীদের গতিশীল করতে নতুন কমিটি গড়ার লক্ষ্যে বর্তমান কমিটি ভেঙে দেয়া হয়েছে। এটি দলীয় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিট মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। এতে মিরসরাই উপজেলা কমিটিতে শাহীদুল ইসলাম চৌধুরীকে আহবায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব এবং বারইয়ারহাট পৌর কমিটিতে দিদারুল আলম মিয়াজীকে আহবায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব এবং মিরসরাই পৌর কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিনকে আহবায়ক ও মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে তিনটি ইউনিটে ১৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
পূর্বকোণ/জেইউ/পারভেজ