সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উখিয়া উপজেলা শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন আহসান উল্লাহ মনি ও সাইফুর রহমান সিকদার।
মঙ্গলবার (১৮ মার্চ) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উখিয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার সদস্য আহসান উল্লাহ মনি এবং সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকালে উখিয়া সদরে সিএনজিচালিত অটোরিকশা স্টেশন দখল ও চাঁদাবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকসহ ৬ জন আহত হয়।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ