চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৫ | ৮:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ও পণ্যের দাম বেশি নেওয়ায় ৫ দোকানিকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার দাশের দীঘি পাড় এবং কালাইয়ার হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি বলেন, মূল্য তালিকা না রাখায় ও পণ্যের দাম বেশি নেওয়ায় মুদি দোকানি মো. সুমনকে ২ হাজার টাকা, মো. ইব্রাহিমকে ৫০০ টাকা, মো. জোবায়েরকে ২ হাজার টাকা, আবদুল আলিমকে ২ হাজার টাকা এবং জামাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট