চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পেকুয়ায় প্যাথলজিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পেকুয়া সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৫ | ১০:২২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ২টি প্যাথলজি ও ২ দোকানে ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ( ১৭ মার্চ ) দুপুরে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় এক পশুর খাদ্যের দোকান, ১টি মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যে ৫৩ ধারায় অবহেলা, সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানি ইত্যাদি কারণে সেবা প্যাথলজি ও  চৌমুহনি প্যাথলজিকে এসব জরিমানা করা হয়।

 

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পেকুয়া চৌমুহনী সেবা প্যাথলজিকে ১৫ হাজার টাকা, চৌমুহনী প্যাথলজিকে ২০ হাজার টাকা, পশু খাদ্যের দোকান মেসার্স এনাম ব্রাদার্সকে ৪ হাজার টাকা, মুদি দোকান মেসার্স মেহেদী স্টোরকে ২ হাজার ৫০০ টাকাসহ মোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৬ আইনের ৩৯ ধারা ও সেবা গ্রহীতার ৫২ ধারা ও জীবন নিরাপত্তা বিপন্নকারী ৫৩ নম্বর ধারায় অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান সব সময় কঠোরভাবে পরিচালনা করা হবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট