চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত সর্দার’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

মহেশখালী সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে আন্তঃজেলা ‘ডাকাত দলের সর্দার’ রফিককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। রবিবার (১৬ মার্চ) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক।

গ্রেপ্তার রফিক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকার মহুজু বলীর ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, ডাকাতিসহ দশের অধিক মামলা রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক রফিক বলেন, রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার এলাকায় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রফিক বাহিনীর সদস্যরা উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে। একপর্যায়ে কোস্টগার্ড আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এতে রফিক গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়। তার কাছে থাকা তিনটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/হোবাইব/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট