চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের চাপে অতিষ্ঠ হয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছে। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী টিটু সূত্রধর (৩৫) ঐ এলাকার স্বপন সূত্রধরের ছেলে। তার পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতের পাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু বাঁশবাড়িয়া ইউনিটেক্স কারখানার সামনে চৌধুরী মার্কেটে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ সালে। তিনি সহজ সরল মানুষ হওয়ায় এলাকার বহু সুবিধাবাদী লোকজন তার কাছে বাকিতে পণ্য কিনলেও টাকা পরিশোধ করত না। এতে ধীরে ধীরে লোকসানের শিকার হয়ে তিনি বড় অংকের ঋণগ্রস্ত হয়ে পড়েন। এর মধ্যে সামনে ঈদ হওয়ায় পাওনাদাররা তাকে টাকা পরিশোধে ক্রমাগত চাপ দিতে থাকেন। কিন্তু তার বকেয়া টাকা আদায় হচ্ছিল না। এতে বিগত কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এভাবে পাওনাদারদের অধিক চাপ সইতে না পেরে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নেন তিনি। রবিবার বিকেল ৫টায় বিষপান করলে পরিবারের লোকজন দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টায় তিনি মারা যান।
সজ্জন হিসেবে পরিচিত টিটুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দারিদ্রতার কারণে এক যুবক আত্মহত্যা করেছে শুনে আমি পুলিশ পাঠিয়েছি। ফোর্স তদন্ত করে আসলে বিস্তারিত জানাতে পারব।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ