চট্টগ্রাম রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে গ্যারেজ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল ইজিবাইক চালক মুজিবের

কক্সবাজার সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে।

 

নিহত মুজিবুর রহমান স্থানীয় হালিমাপাড়া এলাকার মৃত আবদুর জলিলের ছেলে ও দুই সন্তানের জনক।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে পাশের ইসলামপুর এলাকার গোলাম মোস্তফা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মুজিবুরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভাই তানভীর অভিযোগ করেন, ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও গোলাম মোস্তফার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে।

 

ওসি মো. ইলিয়াস খান জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী বাজারে ইজিবাইক গ্যারেজ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই আজকের হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট