কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশা স্টেশন দখলে নিতে যুবদল ও শ্রমিক দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজন গুরুতর আহত হয়।
রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া সদর স্টেশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন -শ্রমিক নেতা মোহাম্মদ আলম, সাইফুর রহমান সিকদার, সৈয়দ নূর ও জাহাঙ্গীর আলম মোরশেদ। তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে উখিয়া হাসপাতাল ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে সংর্ঘষের ঘটনায় যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা দু’গ্রুপ একে অপরকে দায়ী করে পরস্পর-বিরোধী অভিযোগ করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার অভিযোগ করে বলেন, রবিবার সকালে উখিয়া সদরে সিএনজি অটোরিকশা স্টেশন দখলে নিতে মোরশেদ ও জুয়েলসহ কয়েকজন লাঠি সোটা নিয়ে অন্যায়ভাবে ড্রাইভারদের নিকট থেকে দৈনিক ২০০ টাকা এবং মাসিক টোকেন ৩৫০ টাকা করে চাঁদা দাবি করলে ঘটনার সূত্রপাত হয়। তিনি এ ঘটনায় যুবদলের সাবেক সভাপতি আহসান উল্লাহ মনিকে দায়ী করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে উখিয়া যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা সিএনজি অটোরিকশা, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ মনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিবাদমান সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা হয়েছে। এতে তিনি জড়িত নন।
তিনি অভিযোগ করে বলেন, যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার যুবদলের কর্মীদের নিয়ে দলবদ্ধ হয়ে শ্রমিকদের ওপর হমলা চালায়। যার বিভিন্ন ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিষয়টি নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট একেএম শাহাজালাল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে কয়েকজন শ্রমিক গত রাতে আমার বাড়িতে গিয়েছিল। তাদেরকে আমি কোন নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে চাঁদা না দেওয়ার পরামর্শ দিই।
তিনি বলেন, সকাল হতে না হতেই পুনরায় স্টেশনে তারা চাঁদাবাজি করে। চাঁদাবাজি নিয়ে দু’গ্রুপের মধ্যে মারামারি হয়। সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকে কঠোরভাবে চাঁদাবাজির বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছি। উখিয়ায় আমার অবস্থান চাঁদাবাজির বিরুদ্ধে। যারা সড়কে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ