চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও রেস্তোরাঁর লাইসেন্স না থাকায় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আল মক্কা রেস্টুরেন্টকে ৫ হাজার এবং জসিম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

 

তিনি জানান, সদর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় বাজার মনিটরিং অভিযানে একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৩ হাজার ও একটি রেস্তোরাঁর লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট