চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

পেকুয়া জিএমসি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ও মেজবান

বিজ্ঞপ্তি

১৬ মার্চ, ২০২৫ | ৪:২৮ অপরাহ্ণ

শতবর্ষী পেকুয়া সরকারি মডেল জি.এম.সি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাবে বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও গণ্যমান্য অতিথিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং এলামনাই এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মোছলেহ উদ্দীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাব্বির ইকবাল সুমনG এসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস।

অতিথিদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আবু হান্নান, পেকুয়া জিএমসি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এএসএম শাহজাহান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মশরুর মওলা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপচিালক ড. মোস্তফা কামাল, ইসলামী চিন্তাবিদ মাওলানা আশরাফ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মহিবুল্লাহ চৌধুরী, পেকুয়া জিএমসি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের এজিএম আরিফ আহমেদ, চকরিয়া সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো. মুজিবুর রহমান এবং এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাজ্জাদুল হক প্রমুখ।

সভায় বক্তারা- পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের কর্মকাণ্ডকে বেগবান করতে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি এলামনাই এসোসিয়শনের মাধ্যমে জিএমসি ইনস্টিটিউট এবং পুরো পেকুয়া উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জিলানী কমপ্লেক্স এর চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা আ ন ম দেলোয়ার হোসেন আল কাদেরী-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট