চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

রাউজান সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৫ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এক সিআইপির বোন ও তার পরিবারের সকলকে প্রাণে হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

 

শনিবার (১৫ মার্চ) রাউজান থানায় এ জিডি দায়ের করেন রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হযরত জান মোহাম্মদ শাহের বাড়ির মো. ইউছুপের মেয়ে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি মো. খোরশেদুল আলম প্রকাশ খোরশেদ জামানের বোন মনোয়ারা বেগম।

 

তিনি জিডির কথা উল্লেখ করে বলেন, অবৈধ দখলের বিষয়ে বাধা প্রদান করলে গহিরা এলাকার আহম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল হোসেন এরশাদ (৪২) নামের এক ব্যক্তি এ হুমকি দেন।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট