সীতাকুণ্ড-সন্দ্বীপে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হচ্ছে আগামী ১৯ মার্চ। এ লক্ষ্যে ঐ ফেরি ঘাটের নির্মাণকাজ অতি দ্রুত এগিয়ে চলেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এর মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আফজাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে দেশের মূল ভুখণ্ডে যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট পর্যন্ত ১৭ কি.মি. নৌপথ পারাপারে কোন ফেরি সার্ভিস না থাকায় সুদীর্ঘকাল ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলের লাখ লাখ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্যসহ উন্নয়ন যেমন পিছিয়ে ছিলো তেমনি দুরাবস্থা বিরাজ করছিলো দ্বীপ উপজেলার শিক্ষা, চিকিৎসাসহ যাবতীয় কর্মকাণ্ডে।
এ কারণে এ উপজেলার বাসিন্দা ফাওজুল কবির খান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার সাথে সাথে নিজ এলাকার লাখ লাখ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ রুটে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়ে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন। একই সাথে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরি চলাচলের রুট নির্মাণের কাজ শুরু হয়।
শুধু তাই নয়, কাজ শুরুর পর থেকে উপদেষ্টা ফাওজুল কবির একাধিকবার নিজে এসে বাঁশবাড়িয়া ও গুপ্তছড়া উভয় দিকে সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত কাজের তদারকি করতে থাকেন। ফলে দ্রুত কাজ এগিয়ে চলে। যা ইতিমধ্যে সমাপ্ত হবার পথে। কয়েকদিন আগে উপদেষ্টা শেষ বার ফেরি ঘাট পরিদর্শনে আসলে জানান মার্চের মধ্যেই এ ঘাটে ফেরি চলাচল শুরু করার লক্ষ্যে কাজ চলছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, শনিবার (আজ) তারা বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ১৭ মার্চ প্রাথমিক ট্রায়াল দেয়ার চেষ্টা করবেন। ১৯-২০ মার্চ চূড়ান্তভাবে কাজ শেষ করবেন। তাহলে আগামী ২৪ মার্চ ফেরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা আছে।
এদিকে সীতাকুণ্ড-সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন হলে সন্দ্বীপের লাখ লাখ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন দ্বীপ উপজেলাটির সাধারণ মানুষ।
পূর্বকোণ/ইব