চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ার ২০০ এতিম শিক্ষার্থী পেল নতুন জামা

বিজ্ঞপ্তি

১৫ মার্চ, ২০২৫ | ১২:০৯ অপরাহ্ণ

পেকুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা (জুব্বা) বিতরণ করেছে বারবাকিয়া মানবকল্যান ফাউন্ডেশন।

 

শুক্রবার (১৪ মার্চ) বারবাকিয়ার স্কুলমাঠ এলাকায় মেহেরুন্নিসা বাপের জামে মসজিদ মাঠে উপজেলার ১৭টি হেফজ খানার ২০০ জন এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে এসব জামা বিতরণ করা হয়। পরে তাদের সম্মানে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আরিফুল কবির বিপ্লব। প্রধান অতিথি ছিলেন সাবেক পেকুয়া উপজেলা জামায়াতে আমীর মাস্টার আবুল কালাম আজাদ।

 

প্রধান মেহমান ছিলেন পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন দারুত তাকওয়া হেফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, ফরিদ উদ্দিন রুমী, মাওলানা আমিনুর রহমান, ডাক্তার মুসলিম উদ্দিন ও আবুল বাশার প্রমুখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট