কক্সবাজারের পেকুয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে পেকুয়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন সদর পশ্চিম জোন বিএনপির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টার দিকে তাদের পুড়ে ছাই হয়ে যাওয়া বসতঘরের স্থানে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
তখন ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।
এ সময় পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া সদর ইউনিয়ন পশ্চিম জোন বিএনপির আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম .শাহনেওয়াজ আজাদ, পশ্চিম জোন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ, সদস্য সচিব আব্দুল মুনাফ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম মঞ্জুর আলম, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলিয়া পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫টি বসতঘরে ৮টি পরিবার বসবাস করত।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ