সংযুক্ত আরব আমিরাতে মোছাফফায় উপরে এংগেল ওয়েলডিংয়ের কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন চট্টগ্রামের রাউজানের উরকিরচরের এমরান হোসেন (৪২) নামে এক প্রবাসী।
এমরান হোসেন উরকিরচর ইউপির উরকিরচর গ্রামের মৃত ছাবের আহম্মদের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে মরহুমের চাচাতো ভাই সাইফুদ্দিন আত্তারি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এমরান শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা এবং আমিরাত সময় বিকেল সাড়ে ৪টার দিকে মোছাফফা এলাকায় একটি সেমিপাকা ঘরে এংগেল ফিটিংয়ের জন্য উপরে উঠে ওয়লেডিং করছিলেন। এ সময় তিনি উপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, এমরান ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি গত প্রায় ২২ বছর ধরে প্রবাস জীবন কাটান। তিনি প্রবাসে একটি গ্যারেজের দোকান দিয়েছিলেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ