চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাতকানিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মাহফুজুর রহমান সজল (৩০) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢেমশা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার আহমদ কবিরের ছেলে।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার মাহফুজের বিরুদ্ধে গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ছাত্রদের নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণ সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট