চট্টগ্রাম বুধবার, ০৫ মার্চ, ২০২৫

চুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার, সিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৩১ জানুয়ারি, ২০২৫ | ৮:১৯ অপরাহ্ণ

আজ (১ ফেব্রুয়ারি) শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট যোগ্য প্রার্থীর ২০ হাজার ১২২ জন। চুয়েট ছাড়াও আরও চারটি উপকেন্দ্র, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা। পরীক্ষাটি একক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষার্থীর চাপ বেশি থাকবে।
এ উপলক্ষে চট্টগ্রাম শহরের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ চট্টগ্রাম শহরের বিভিন্ন রুটে যান চলাচল সংক্রান্ত তথ্য জানিয়েছে। যেসব সড়কে যান চলাচল সচল থাকবে- সেগুলো হল, চট্টগ্রামের জামালখান রোড, লালচাঁদ রোড এবং সিরাজউদ্দৌলা রোডসহ আলীখাঁ মোড়, তেলিপট্টি মোড়, গুলজার মোড়, চক সুপার মার্কেট ও গুলজার মোড় সংলগ্ন সড়কসমূহ। যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে, সেগুলো হল- কলেজ রোড এবং প্যারেড গ্রাউন্ডের পাশের সড়কে বন্ধ থাকবে যান চলাচল। চুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা যাবতীয় কার্যক্রম ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট