চট্টগ্রামের সাতকানিয়ায় টিলা কাটার দায়ে মো. শফিক (২৫) নামে একব্যক্তিকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ওই উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকায় এই দণ্ড দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত মো. শফিক একই উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হরিণতোয়া এলাকার মো. ইউনূসের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, একাধিকবার মো. শফিককে টিলা কেটে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। আইন অমান্য করায় সংশ্লিষ্ট ধারায় ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পূর্বকোণ/মুন্না/জেইউ