চট্টগ্রাম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

পূরণ হচ্ছে ৫ বছর বয়সে মা হারানো তানজিনার স্বপ্ন

এস.এম মোরশেদ মুন্না, নাজিরহাট

৩১ জানুয়ারি, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

অদম্য ইচ্ছে শক্তি, মৃত মায়ের ইচ্ছে পূরণের আগ্রহ ও অনলাইনে বন্ধুদের সহযোগিতা নিয়ে ফটিছড়িতে নানুর বাড়িতে বেডে উঠা তানজিনা আলম মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। ২০২৪-২৫ সেশনে এমবিবিএস ১ম বর্ষের এডমিশন টেস্টে তার অবস্থান ৪৭০৭। সে সুবাধে সে হবিগঞ্জ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।

 

তানজিনা আলম ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের দানুর বাপের নতুন বাড়িতে মামার ঘরে বড় হয়েছে। দেড় বছর বয়স হতে মামার বাড়িতে চলে আসে এবং ৫ বছর বয়সে সে মাকে হারায়। তার বাবা থেকেও নেই, যোগাযোগও তেমন নেই বললেই চলে। বাবা জানে না সে কিসে পড়ে, মেডিকেলে পড়ার ভর্তি পরীক্ষা দিচ্ছে, দিয়েছে ইত্যাদি।

 

এতো কিছুর পরও মামাদের পরম মমতায় ও সহযোগিতায় বড় হয় তানজিনা। ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফটিকছড়ি সরকারি কলেজ হতে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে মৃত মায়ের ইচ্ছা পূরণের আগ্রহে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়।

 

সরেজমিনে তানজিনার বাড়িতে গেলে দেখা যায়, টিন আর বেডার তৈরি ঘরের একটি কোণে তার পড়ার টেবিল। তানজিনা জানিয়েছে- তার ইচ্ছা ছিল পাইলট হবার। ক্লাস টেন’এ পড়ার সময় হঠাৎ মামি বলে উঠলো তোর মায়ের ইচ্ছা ছিল তোকে ভাল করে পড়িয়ে ডাক্তার বানাবে। সে থেকে মায়ের ইচ্ছে পূরণে পাইলটের চিন্তা দূর করে ডাক্তারির দিকে ঝুঁকে পড়ে, সে লক্ষ্য নিয়ে এগুতে থাকে।

 

সে অনলাইনে বিভিন্ন গ্রুপের সহযোগিতা নিয়ে নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে পড়ালেখা করেছে। যতটুকু পড়েছে ভাল করে পড়েছে পাশাপাশি আল্লার ইবাদতও সেরেছে। সবমিলিয়ে সফল। আগামীতে মামাদের সহযোগিতায় সামনের দিকে এগুবে, কিন্ত কতটুকু যেতে পারবে, পারবে তো? নাকি থেমে যাবে, মা’য়ের ইচ্ছে পূরণ হবে তো?? এমন ভয়ও তাড়া করছে তানজিনাকে।

 

সে দৈনিক পূর্বকোণকে ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া প্রত্যাশা করেছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট