চট্টগ্রাম শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে ১৪তম সার্বজনীন বোধিমেলা রবিবার

অনলাইন ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫ | ১০:৪২ অপরাহ্ণ

বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহারে আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ১৪তম বোধিমেলা ও সদ্ধর্মসভা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-বোধিবৃক্ষের অনুষ্ঠান, অষ্টবিংশতি বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা। বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে থাকবেন বাঁশখালী শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি সংঘরশ্মি ধর্মপাল মহাস্থবির, প্রধান জ্ঞাতি থাকবেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির। বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহারের অধ্যক্ষ সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাথেরোর উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক থাকবেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির। বিশেষ অতিথি থাকবেন কর্মবীর দেবমিত্র মহাস্থবির, তিলোকানন্দ মহাস্থবির, কথাশিল্পী দীপঙ্কর মহাস্থবির, মৈত্রীজিৎ মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি স্থবির, অনন্ত প্রজ্ঞাজ্যোতি থের। বিশেষ ধর্মদেশক থাকবেন-পরমানন্দ মহাস্থবির, জ্ঞানমিত্র মহাস্থবির, মৈত্রীপ্রিয় মহাস্থবির ও জ্ঞানবোধি ভিক্ষু।

বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর জলদী গ্রামে অনুষ্ঠিতব্য এই মাঙ্গলিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বাঁশখালী সার্বজনীন শুভ বোধিমেলা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি বুদ্ধপ্রিয় মহাস্থবির, সহ-সভাপতি প্রশান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক শিমূল বড়ুয়া, অর্থ সম্পাদক রাহুল বড়ুয়া, প্রধান সমন্বয়কারী সুরঞ্জিত বড়ুয়া, সমন্বয়কারী মানবেন্দ্র বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট