বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাট চট্টগ্রামের পরিচালক ডা. সাখাওয়াত উল্ল্যাহ্ মাসুক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডাক্তার সাখাওয়াত হোসেন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের প্যালিশ্যার বাড়ির মো. জয়নাল আবেদীনের সন্তান।
ডাক্তার সাখাওয়াত হোসেন নিজ জন্মস্থান সন্দ্বীপ উপজেলার গাছুয়া সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চাঁদপুর জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা চট্টগ্রাম পদে দায়িত্ব পালন শেষে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক পদে কর্মরত ছিলেন।
তিনি সাত ভাইবোনের মধ্যে তৃতীয় সাখাওয়াত হোসেন দুই কন্যা ও এক পুত্রসন্তানের পিতা ছিলেন। তার মৃত্যুতে সন্দ্বীপের সর্বস্তরের মানুষসহ চিকিৎসক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।
পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ