চট্টগ্রাম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

সাবেক অতিরিক্ত জিপি এডভোকেট আমিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বিজ্ঞপ্তি

২৯ জানুয়ারি, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

প্রথিতযশা আইনজীবী ও চট্টগ্রাম জেলার সাবেক অতিরিক্ত জিপি এডভোকেট মুহম্মদ আমিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৯ জানুয়ারি)। ২০০০ সালের ২৯ জানুয়ারি ৫৩ বছর বয়সে তিনি ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

এডভোকেট মুহম্মদ আমিন চৌধুরী চট্টলতত্ত্ব বিশারদ, ইতিহাসবিদ ও একুশে পদকপ্রাপ্ত গবেষক আবদুল হক চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। তিনি দীর্ঘ ২৭ বছর আইন পেশায় নিবেদিত ছিলেন। তিনি রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, চিটাগাংয়ের ২০০০-০১ সালের প্রেসিডেন্ট ছিলেন।

 

এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুসলিম এডুকেশন সোসাইটি, নাটাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াজিষপুরে তার পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট