চট্টগ্রাম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

চন্দনাইশে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত, ইউপি সদস্য আহত

চন্দনাইশ সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ রুমান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলাল উদ্দীন নামে এক ইউপি সদস্য।

 

নিহত মোহাম্মদ রুমান উপজেলার হাশিমপুর ইউনিয়মের ছৈয়দাবাদ গ্রামের আবদুস ছবুরের ছেলে।

 

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, রুমান মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রওশন হাট কাঁচাবাজার এলাকায় পৌঁছলে বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহত হেলালকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন এবং ঘাতক ট্রাকটি আটক করে।

 

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট