চট্টগ্রাম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে গেল কনে!

কুতুবদিয়া সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৫২ অপরাহ্ণ

একে একে স্বজনরা সবাই এসে পৌঁছালো বরের বাড়িতে। সবই ঠিকঠাক। অপেক্ষা শুধু দুপুর গড়ালেই ঢাকঢোল পিটিয়ে কনের বাড়ি গিয়ে ভোজনের স্বাদ নেওয়ার। কিন্তু সেই অপেক্ষা চিরতরে থেমে গেল একটি চমকপ্রদ ঘটনায়। বর পক্ষের লোকজন গাড়িতে উঠার মুহূর্তেই খবর এলো বিয়ের আগের রাতে কনে পালিয়ে গেল তার সত্যিকারের ভালোবাসার মানুষের সঙ্গে।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়ায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘিরে দ্বীপজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

 

বর পক্ষের লোকজন জানায়, উপজেলার উত্তর বড়ঘোপ এলাকার কনের সাথে উত্তর ধূরুং নুরজালী বাপের পাড়ার বরের বিয়ে ঠিক হয়। রেজিস্ট্রার্ড কাবিননামা মূলে বিয়ের দেন মোহর ধার্য করা হয় পাঁচ লাখ টাকা।

 

সেই মোতাবেক বিয়ের ধার্য দিন শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে গাড়িযোগে কনের বাড়ি যাওয়ার মাঝপথেই বরের পিতা ও স্বজনদের মুঠোফোনে কনে পালিয়ে যাওয়ার খবর আসে।

 

ঘটনার পর চরম হতাশায় ভেঙে পড়েন কনের হতভাগা রিকশা চালক পিতা। সারা জীবনের জমানো অর্থ এবং প্রতিবেশীদের নিকট কর্জ নিয়ে মেয়ের বিবাহ ঠিকঠাক করেছিলেন। মেয়ের এমন কাণ্ডে সমাজে মুখ লুকাতে হলো তার।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার। বর ও কনে পক্ষের লোকজন নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে ওই বিষয়টি মীমাংসা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট